ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে নতুন ৭ জনসহ ২৯৪ জন হোম কোয়ারেন্টাইনে

omor faruk
এপ্রিল ৬, ২০২০ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক  : করোনা ভাইরাস আক্রান্ত শঙ্কায় রাজশাহী মহানগর ও জেলায় নতুন আরো ৭ জনসহ ২৯৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলার নয়টি উপজেলা মিলিয়ে এ ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়। এ নিয়ে এখন রাজশাহীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন ২৯৪

জন। ২৯৪ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৮৬ জন,  বাঘা উপজেলায় ১৩ জন, চারঘাট উপজেলায় ৩৪ জন, পুঠিয়া উপজেলায় ৩৯ জন, দুর্গাপুর উপজেলায়  ১৪ জন, বাগমারা উপজেলায়  ২৮ জন, মোহনপুর উপজেলায় ৩৬ জন, তানোর উপজেলায় ১১ জন,  পবা উপজেলায় ২০ জন ও গোদাগাড়ি উপজেলায় ২০ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে ৮১১ জন। এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১১০৫ জন। সোমবার রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।