ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে নতুন করে কাউকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়নি

omor faruk
এপ্রিল ৮, ২০২০ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস আক্রান্ত শঙ্কায় রাজশাহী মহানগর ও জেলায় নতুন কেউ হোম কোয়ারেন্টাইনে আসেনি তবে বর্তমানে ৫৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলার নয়টি উপজেলায় কাউকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়নি। এখন রাজশাহীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৯৩

জন। ৫৮ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ১১ জন,  বাঘা উপজেলায় ১ জন, চারঘাট উপজেলায় ২৯ জন, পুঠিয়া উপজেলায় ০ জন, দুর্গাপুর উপজেলায়  ১১ জন, বাগমারা উপজেলায়  ১ জন, মোহনপুর উপজেলায় ০ জন, তানোর উপজেলায় ০ জন,  পবা উপজেলায় ০ জন ও গোদাগাড়ি উপজেলায় ৫ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে ১০৫২ জন। এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১১১০ জন। বুধবার রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।