সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ৭ আগস্ট ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে কলেজ ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা: আটক ১

khobor
আগস্ট ৭, ২০১৯ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় রাজশাহী রাজশাহী সিটি কলেজের মেধাবী ছাত্র ফারদিন আশারিয়া রাব্বি প্রকাশ্যে দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার ঘটনায় রবিন নামের একজনকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ। বুধবার তাকে অভিযান চালিয়ে আটক করা হয়। তাকে কলেজ ছাত্র হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হবে। তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। আটককৃতের বাড়ি নগরীর বোয়ালিয়া থানা এলাকায়। তার নামে থানায় পূর্বের

মামলা রয়েছে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, কলেজ ছাত্র রাব্বি হত্যার ঘটনায় রবিন নামের একজনকে আটক করা হয়েছে। তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সে স্থানীয় বখাটে। তার নামে থানায় মামলা রয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর ৫টার দিকে কলেজ ছাত্র রাব্বি

ঈদের ছুটিতে বাড়ি ফিরতে নিজ বাড়ি দিনাজপুরে যাওয়ার জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে রওনা হয়। পথে বর্নালী ও হেতেমখাঁর মাঝামাঝি রাস্তায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কারণ একটা কলেজ ছাত্রকে কেন এভাবে হত্যা করা হলো? এই প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছিলো। পরে রাব্বির বড় বোন মানছুরা পারভিন বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।