সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ১৮ অক্টোবর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, প্রাইভেট কার জব্দ

omor faruk
অক্টোবর ১৮, ২০১৮ ১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ৯৩৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা তালতলা এলাকার লুৎফরের রহমানের ছেলে মনোয়ারুল হোসেন (৩৮) ও তার স্ত্রী মরিয়ম (২৬)। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন উপশহর এলাকার ৩নং সেক্টরের ১৭৭/৩নং বাসা থেকে তাদের আটক করা হয়।জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া ডিভিশনের উপ-পুলিশ কমিশনার আমির জাফর ও গোয়েন্দা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন উপশহর এলাকার ৩নং সেক্টরের ১৭৭/৩নং বাসায় অভিযান

চালায়। অভিযান চালিয়ে বাসায় তল্লাশী চালিয়ে ৮৮০ পিস ও তাদের ব্যবহৃত প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে আরো ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে। তাদের বাড়ি থেকে মোট ৯৩৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। সেই সাথে তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে যে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আটক মনোয়ারুল নিজ এলাকায় চিটার রাসেল হিসেবে পরিচতি। আরএমপির বোয়ালিয়া ডিভিশনের উপ-পুলিশ কমিশনার আমির জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মনোয়ার ও তার স্ত্রীকে ইয়াসাবসহ আটক করা হয়েছে। তাদের ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা ছিল। আসামীদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

খবর ২৪ ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।