ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে সিলেট

khobor
জানুয়ারি ৪, ২০২০ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘন্টা ডেস্ক : পরাজয়ের বৃত্তে আটকে থাকা সিলেট থান্ডার্স নিজেদের ১১তম ম্যাচেও চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি। বিপিএল সপ্তম আসরের ৩৪তম ম্যাচে শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৩ রান করে স্বাগতিকরা।

দলের হয়ে ৩৮ বলে তিন চার ও দুই ছক্কায় সর্বোচ্চ ৪৭ রান করেন মোহাম্মদ মিঠুন। এছাড়া ২৫ রান করে করেন ওপেনার আন্দ্রে ফ্লেচার ও শেরেফানি রাদারফোর্ড। রাজশাহী রয়্যালসের হয়ে এক ওভারে ১৪ রানে ২ উইকেট শিকার করেন অলক কাপালি।

জয়ের জন্য রাজশাহী রয়্যালসের প্রয়োজন ১৪৪ রান। নিজেদের ১০ ম্যাচে সপ্তম জয় পেলে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন ঢাকা প্লাটুনকে ছাড়িয়ে তৃতীয় পজিশন থেকে শীর্ষ দুইয়ে উঠে আসবে রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট থান্ডার্স: ২০ ওভারে ১৪৩/৬ (মিঠুন ৪৭, রাদার ফোর্ড ২৫, আন্দ্রে ফ্লেচার ২৫, আব্দুল মজিদ ১৬, নাজমুল মিলন ১৩*; অলক কাপালি ২/১৪)।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।