ঢাকাশুক্রবার , ৮ ফেব্রুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ৫ পেশাদার প্রক্সি পরীক্ষার্থী গ্রেপ্তার

অনলাইন ভার্সন
ফেব্রুয়ারি ৮, ২০১৯ ৬:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: ভর্তি পরীক্ষা ও চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দেয়া পেশাদার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

তারা হলেন- মো. আতিকুল রহমান (২৫), সাইফ শিপন (২৪), মোঃ রাকিব ইসলাম (২৪), আমিনুল ইসলাম ওরফে সাগর (২২) ও রাফিউজ্জামান ওরফে রাজু (২৩)।

বৃহস্পতিবার রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তাররা চারজন শিক্ষার্থীকে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১ লাখ টাকা করে মোট ৪ লক্ষ টাকা নেয়। ৪ শিক্ষার্থীর এসএসসি-এইচএসসি পরীক্ষার মার্কশিট ও অন্যান্য কাগজপত্রও তারা নিয়ে নেয়।

ওসি গুলশান আরো জানান, চক্রটি ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে ব্যর্থ হলেও তাদের দেয়া টাকা ও মার্কশিটসহ অন্যান্য কাগজপত্র ফেরত দিতে অস্বীকৃতি জানায়, উপরুন্ত তারা আরো টাকা চায়। পরে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে তাদের গুলশান-২ এর গোল চত্বরে আসতে বলে কৌশলে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।