খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে যশোরে টিপু সুলতান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। টিপু সুলতান বেজপাড়া-টিভি ক্লিনিক এলাকার মোহাম্মদ আলীর ছেলে। আজ বেলা ১২টার দিকে শহরের টিবি ক্লিনিকের মোড়ে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মুস্তাফিজ বলেন, বেলা ১২টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে টিপু সুলতান গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ