জেলা প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিংহঝুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদারকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে শহরের চাল বাজারে অবস্থিত নিজ বাসভবন থেকে তাকে আটক করে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ খোন্দকার শামীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
ইউনুচ আলীর একমাত্র ছেলে ছাত্রদল নেতা আবুবকর সিদ্দিক বলেন, ‘বাবার নামে বর্তমানে কোনও মামলা নেই। তিনি সব মামলায় জামিনে রয়েছেন। বাবা শারীরিক সমস্যায় ভুগছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ