খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলায় মাইক্রোবাসের চাপায় সইফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলার কাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সইফা সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মৃত আব্দুল খালিকের স্ত্রী।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মধুসূধন বলেন, দুপুরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগ্রামী মাইক্রোবাস সইফাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক সইফাকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ