সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ২৭ জুন ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

মোহনপুরে সুবিধা বঞ্চিত শিশু শিক্ষা পুনর্বাসনে আর্থিক সহায়তা

অনলাইন ভার্সন
জুন ২৭, ২০১৮ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলা সুবিধা বঞ্চিত ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত দুঃস্থ শিশু শিক্ষা পুনর্বাসন কার্যক্রমে ৮ জন শিশুকে আর্থিক সহায়তা করা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উদ্দীপন অফিস কার্যালয়ে সু-চলা প্রকল্পের আওতায় অনুকুল ফাউন্ডেশন অর্থায়নে সুবিধা বঞ্চিত দুঃস্থ শিশু  শিক্ষা পুর্নবাসন কার্যক্রম   আর্থিক সহায়তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক  মাইক্রোএন্টার প্রাইজ ব্যবস্থাপক রাজশাহীর  পরিতোষ  বিশ্বাস। স্বাগত বক্তব্য প্রদান করেন উদ্দীপন মোহনপুর শাখার শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজা ইমাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদ সংরক্ষিত-৩ সদস্য ও মোহনপুর

উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রাবিয়া খাতুন সীমা, প্যানেল চেয়ারম্যন  আনেচ সরকার, ইউপি সদস্য আনজুয়ারা বেগম, মিনা বেগম, মোসলেমা বেগম, সিরাজ উদ্দিনসহ উদ্দীপন এনজিও নুরুল ইসলাম, আরিফুল রহমান ও সুবিধাভোগী উপস্থিত ছিলেন। উদ্দীপনের শিক্ষা কার্যক্রম রাজশাহীর জেলা বোয়ালিয়া,পবা,বাঘা ও মোহনপুর উপজেলা চালু রয়েছে ভবিষ্যতে এই কার্যক্রম ধারা অব্যহত থাকবে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।