ঢাকাসোমবার , ১ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

মেননকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শেখ সেলিমের

অনলাইন ভার্সন
জুলাই ১, ২০১৯ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: সরকারের অন্যতম শরিক দল ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে নিয়ে কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

সেলিম বলেছেন, ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপ বঙ্গবন্ধুর বিরোধিতা করতো। মতিয়া গ্রুপ বিরোধিতা করতো না।

রোববার জাতীয় সংসদে এভাবেই সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের সমালোচনা করেন তিনি।

শেখ সেলিম বলেন, এনএসএফ প্রথমে বিরোধিতা করেছে পরে করে নাই। মেনন-মতিয়া গ্রুপ এদের সবাইকে মিলেই ছাত্র সংগ্রাম পরিষদ। সেই পরিষদের আহ্বায়ক হিসেবে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেন। জনগণের সামনে ওয়াদা করে তারা বঙ্গবন্ধু উপাধি দিলো, কত বড় নির্লজ্জ পরে তারা বঙ্গবন্ধু বলে না।

তিনি বলেন, অনেকে বাংলাদেশের জাতির পিতা সাজতে চায়। এরা কোথায় ছিল? ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু যে ভাষণ দেন সেখানেই বাংলাদেশ নামটা দেন।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।