ঢাকাশনিবার , ২৫ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফির ব্যাটিং তাণ্ডবের কাছে গেইলও ম্লান!

অনলাইন ভার্সন
নভেম্বর ২৫, ২০১৭ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.ডেস্ক: ‘ব্যাটিংটা মনোযোগ দিয়ে করলে মাশরাফি ভাই হতেন বিশ্বের সেরা অল-রাউন্ডার। ‘ সাকিব আল হাসানের কথাটি অতীত হলেও মাশরাফি যে ব্যাটিংটা ভুলেননি তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচে।

১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন রংপুরের দুই ওপেনার ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। আল আমিনের বলে বোল্ড হওয়া কিউই হার্ডহিটার আজও বড় স্কোর করতে পারেননি। ২০ বলে করেছেন ১৫ রান। অধিনায়ক মাশরাফি ৩ নম্বরে নেমে গেইলের সঙ্গে ধুমধারাক্কা ব্যাটিংয়ে যোগ দেন। দুইজনে মিলে তুলাধুনা করতে থাকেন চিটাগং বোলারদের।
মাত্র ১৭ বলে রংপুর অধিনায়ক করে ফেললেন ৪২ রান! বাউন্ডারি হাঁকালেন ৪টি। ওভার বাউন্ডারি ৩টি।

শনিবার বিপিএলের ২৮তম ম্যাচে মুখোমুখি হয় মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স এবং স্বাগতিক চিটাগং ভাইকিংস। তাসকিন-বিজয়-সৌম্য সরকারদের চিটাগংকে তিন উইকেটে হারিয়ে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে গেইল-ম্যাককালামরা।

দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর। ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে ভাইকিংস।

জবাবে মাশরাফির ঝড়ো ইনিংস আর গেইল-মিঠুনের দায়িত্বশীল ইনিংসে ৭ উইকেট হারিয়ে রংপুর জয়ের বন্দরে পৌঁছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।