খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মাগুরা সদর উপজেলার বাটাজোড় এলাকায় কার্তিক চন্দ্র মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
রোববার (১৮ মার্চ) বিকেলে মাগুরা-নড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, বিকেলে মোটরসাইকেলে করে মাগুরা থেকে নিজ এলাকায় যাচ্ছিলেন কার্তিক। পথে বাটাজোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
খবর২৪ঘণ্টা.কম/নজ