ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

ভোলাহাটে রাতের আধারে আসছে ঢাকা ফেরতরা

khobor
এপ্রিল ৯, ২০২০ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ করোনা ভাইরাসে পৃথিবী এখন মৃত্যুপুরী। বাংলাদেশে দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাস সংক্রমন রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। ইতিমধ্যে সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ি স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরুত্ব বজায় রাখা, গনজমায়েত না করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, হাট বাজার বন্ধ রাখার জন্য প্রচার-প্রচারনা চালাছে। বন্ধ করে দেয়া হয়েছে সকল প্রকার গণপরিবহন। তারপরেও সরকারি নির্দেশ অমান্য করে রাতের আধারে ভোলাহাটের বাইরে থাকা মানুষ আসছে বিভিন্ন যানবহনে। সচেতনমহল ও প্রত্যক্ষদর্শীরা জানান, অতি মূনাফার লোভে কিছু এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার, মিনিট্রাকে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কৌশলে মানুষ নিয়ে আসছে ভোলাহাটে। এতে করোনা ভাইরাস সংক্রমিত হয়ার আশংকা করছেন সচেতনমহল। ইতিমধ্যে উপজেলা প্রশাসন এসব অসাধু গাড়ি চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তারপরেও আসছে ঢাকায় থাকা অনেক লোক। তাদেরকে স্থানিয় প্রশাসন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য জিজ্ঞাসা করলে তারা মিথ্যা তথ্য দিয়ে হোম কোয়ারেন্টাইন না কওে বিভিন্ন স্থানে ছুটাছুটি করে। এতে করোন ভাইরাস সংক্রমিত হওয়ার আতংকে আছে এলাকাবাসী। দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী করেছেন সচেতনমহল।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।