সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ৬ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীদের টাকা ফেরতের আদেশ স্থগিত তত্ত্বাবধায়কের আমলের

Ea Shihab
নভেম্বর ৬, ২০১৮ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা ডেস্কঃ

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে (২০০৭-০৮) বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া টাকা বাংলাদেশ ব্যাংককে ফেরত দিতে আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে আপিল বিভাগ। একইসঙ্গে রিভিউ আবেদন নিস্পত্তি না হওয়া পর্যন্ত টাকা ফেরত দেওয়ার আদেশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের রিভিউ আবেদন গ্রহণ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম। ব্যবসায়ীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিমও খায়রুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত বছরের ১৬ মার্চ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া টাকা বাংলাদেশ ব্যাংককে ফেরত দিতে নির্দেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বাংলাদেশ ব্যাংক।

খবর২৪ঘন্টা / সিহাব

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।