ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭

অনলাইন ভার্সন
অক্টোবর ৩১, ২০১৯ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো এক শিশু মারা গেছে। নিহত শিশুর নাম নিহার।

গতকাল রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় তার। এ নিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া  এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার বিকেলে মিরপুরের রূপনগর এলাকায় বেলুনে ভরার গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় পাঁচ শিশু। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো এক শিশু। এ ঘটনায় ১৫ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়, যাদের বেশির ভাগই শিশু।

নিহত শিশুরা হলো শাহিন (১০), নূপুর (৭), ফারজানা (৯), জান্নাত (১৪), রমজান (৮), রিয়া মণি (৭) ও নিহার (৮)।

খবর ২৪ঘণ্টা/ জেএন   

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।