ঢাকাবুধবার , ১৩ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বিমান থেকে ‘স্মার্ট’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

অনলাইন ভার্সন
মার্চ ১৩, ২০১৯ ৭:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: একটি জেএফ-১৭ থান্ডার বিমান থেকে দেশীয় পদ্ধতিতে নির্মিত দূরপাল্লার ‘স্মার্ট’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির বিমান বাহিনী এ পরীক্ষা চালায়। মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে পাকিস্তান এয়ার ফোর্স (পিএএফ)র একটি সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, এটা একটি বিরাট সফলতা। কারণ পাকিস্তানি বিজ্ঞানী ও প্রকৌশলীদের চেষ্টার মধ্য দিয়ে অস্ত্রটি নির্মিত হয়েছে।
এই সফল পরীক্ষার পর এখন জেএফ-১৭ বিমান দিনে ও রাতের যেকোনো সময় নির্ভুলভাবে একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিটিতে।
এই উপলক্ষে পিএএফের প্রধান বলেন, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ কিন্তু ‘যদি শত্রুদের আগ্রাসনের শিকার হয়, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবো।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।