ঢাকাশনিবার , ২৭ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বিভাগে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রাজশাহী

omor faruk
জুন ২৭, ২০২০ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে শনিবার দ্বিতীয় অবস্থানে উঠে গেছে রাজশাহী জেলা। এখন রাজশাহী জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে। আর এখানে সুস্থ হয়েছে ৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। এর আগে গতকাল শুক্রবার পর্যন্ত রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল পাবনা জেলা। আর প্রথম থেকেই বিভাগের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় প্রথম স্থানে রয়েছে বগুড়া জেলা। বগুড়া জেলায় রোগীর সংখ্যা ২ হাজার ৬৬৯ জন। তৃতীয় অবস্থানে রয়েছে পাবনা জেলা। এ জেলায় শনিবার পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৪২৮ জন। চতুর্থ অবস্থানে রয়েছে সিরাজগঞ্জ জেলা। এ জেলায় রোগীর সংখ্যা

৩৬১ জন। ৩২৪ জন করোনা আক্রান্ত রোগী নিয়ে ৫ম অবস্থানে জয়পুরহাট জেলা। ৩২৭ জন রোগী নিয়ে নওগাঁ ৬ষ্ঠ অবস্থানে ও ১৫৫ জন রোগী নিয়ে ৭ম অবস্থানে। এ ছাড়াও বিভাগের কম রোগী আক্রান্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এ জেলা ৯৪ জন রোগী নিয়ে ৮ম অবস্থানে। শুরু থেকেই বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও জয়পুরহাট এবং নওগাঁ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি ছিল। কিন্ত রাজশাহী জেলা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে। ৪৭৪ জন রোগী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। বিভাগে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮৯৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫২৯। শনিবারও রাজশাহী বিভাগের ৮ টি জেলায় মাত্র ১ দিনে নতুন করে ২৪৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। নতুন করে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত বিভাগে ৭০ জন মারা গেছে। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮৩২ জন।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।