সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ২৭ ডিসেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

‘বিনা দাওয়াতে’ মাহফিলে অংশগ্রহণ, মামুনুল হকের বিরুদ্ধে মামলা

অনলাইন ভার্সন
ডিসেম্বর ২৭, ২০২০ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

‘বিনা দাওয়াতে’ কুমিল্লায় একটি মাহফিলে যোগ দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ঢাকা মহানগরের  সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। গত ১৭ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা থানায় মামলাটি করা হয়। মামলা নং: ১৬।

মামলার অভিযোগে বলা হয়েছে, ‌‘দাওয়াত ছাড়া মাহফিলে গিয়ে ইসলামের ভাবমূর্তি নষ্ট করে, দেশের মধ্যে একটি অরাজকতা তৈরি করতেই বিএনপি-জামায়াতের মদদে মামুনুল হক এসব করছেন।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে ভাস্কর্য ইস্যুসহ সাম্প্রতিক নানা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মিছবাহুর রহমান চৌধুরী মামলার তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ১৫ ডিসেম্বর তাকে কুমিল্লার চান্দিনা থানার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়। সে অনুযায়ী তিনি বক্তব্য শেষ করে ওই দিনই রাত ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকায় পৌঁছার পর তিনি জানতে পারি, সেখানে বিনা দাওয়াতে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকও যোগ দেন। এমনকি রাত ১২টার পর মাওলানা মামুনুল ওই মহাসম্মেলনে বক্তব্য দেন।’

জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।