ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

অনলাইন ভার্সন
জুলাই ৪, ২০২০ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে জাহাঙ্গীর (৪০) নামে এক কৃষককে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৪ জুলাই) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার আইনাল হকের ছেলে।

নিহতের ভাতিজা মাসুদ ও শাহবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল ৯টার দিকে জাহাঙ্গীর সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। এ সময় ভারতের শ্বশানী গোপালনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন। পরে বাংলাদেশের অভ্যন্তরে তার মরদেহ ফেলে দেন বিএসএফ সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, বিষয়টি তিনি শুনেছেন। কোম্পানি কমান্ডারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার (৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে মাতাল অবস্থায় বিএসএফের এক সদস্যকে অস্ত্রসহ উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি। পরে সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের নিকট হস্তান্তর করে বিজিবি।

খবর২৪ঘন্টা /এএইচআর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।