সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ১২ মে ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বাবুল আক্তারের বিরুদ্ধে নতুন হত্যা মামলা

অনলাইন ভার্সন
মে ১২, ২০২১ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে প্রধান আসামি করে মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ বুধবার (১২ মে) দুপুরে পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

এর আগে বরখাস্তকৃত আলোচিত এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা করতে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বুধবার (১২ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে থানায় হাজির হন মাহমুদা আক্তার মিতুর বাবা মোশাররফ হোসেন।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।