খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আনিসুজ্জামান (৪০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান।
বুধবার (১৮ এপ্রিল) সকাল নয়টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।
বাগেরহাট মহাসড়কের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাট থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শিশুসহ তিন আরোহী ছিটকে রাস্তার ওপর পড়ে যান। এসময় ঘটনাস্থলেই আরোহী আনিসুজ্জামানের মৃত্যু হয়। গুরুতর আহত হন তার স্ত্রী ও সন্তান।
খবর২৪ঘণ্টা.কম/নজ