সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ১০ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় করোনা ভাইরাস বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ

Abir k24
জুন ১০, ২০২০ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় করোনা ভাইরাস বিস্তার রোধে জনসচেতনতা মূলক প্রচার ও ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। বর্তমানে দেশ জুড়ে বেড়েই চলেছে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা। সে কারনে সাধারণ মানুষকে করোনা ভাইরাস বিষয়ে সচেতন করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম গ্রহণ করে উপজেলা প্রশাসন। কোন ব্যক্তি যেন মাস্ক ছাড়া বাহিরে না বের হই সে বিষয়ে সজাগ করা হয় তাদেরকে। সেই সাথে কোন ব্যক্তি মাস্ক ছাড়া বাজারে ঘোরাঘুরি করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হচ্ছে।
করোনা ভাইরাস বিস্তার রোধে জনসচেতনতামূলক প্রচার ও ফ্রি মাস্ক বিতরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রচারনা চালানো হয়। সেই সাথে যে সকল ব্যক্তিরা মাস্ক ছাড়া বাজারে এসেছিলেন তাদেরকে বিনামূল্যে মাস্ক প্রদান করা হয়েছে। পাশাপাশি জনসমাগম যেন না ঘটে সে ব্যাপারে উপজেলা সদর ভবানীগঞ্জে আসা লোকজনকে উপজেলা সশাসনের পক্ষ থেকে সচেতন করা হয়। এছাড়া বিনা প্রয়োজনে কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ প্রদান করা হয়।
বুধবার বেলা ১১ টায় বিনামূল্যে মাস্ক বিতরণের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, অফিস সুপার শহিদুল্লাহ প্রমুখ। জেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত কার্যক্রমের আয়োজন করেন বাগমারা উপজেলা প্রশাসন।খবর২৪ঘন্টা /এবি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।