ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

অনলাইন ভার্সন
অক্টোবর ২০, ২০১৯ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: ভারত বাংলাদেশ সীমান্তে বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবি’র চালানো গুলিতে এক ভারতীয় সীমান্ত রক্ষী নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

আটক ব্যক্তির নাম ফ্রেমাং সাংমা (৩৫)। তিনি উপজেলার লেঙ্গুরার ফুলবাড়ি গ্রামের মাইকেলের ছেলে।

৩১ ব্যাটালিয়ন বিজিবি লেঙ্গুরা সীমান্ত ফাঁড়ির সুবেদার মো. আবুল কাশেম জানান, সীমান্তে ১১৭১ নম্বর পিলার থেকে প্রায় ১৫০ গজ দূরে চলে গেলে বিএসএফ ফ্রেমাং সাংমাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান করলেও বিএসএফ’র পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ মাছ শিকারকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় বিএসএফ সদস্য বিজয়ভান সিংহ মারা যায়।

খবর২৪ঘণ্টা, এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।