1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বরিশালে বাস চাপায় নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

বরিশালে বাস চাপায় নিহত ২

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বরিশালে যাত্রীবাহী একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী ফারুক হোসেন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ মার্চ) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার রফিকুল আলমের ছেলে আশিক (২৬) ও রুইয়া এলাকার হুমায়ুন মিয়ার ছেলে মীম (২৬)। এদের মধ্যে নিহত আশিক উজিরপুরের গুঠিয়া আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আহত ফারুক বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, তিন বন্ধু মিলে মোটরসাইকেলে করে বরিশাল শহর থেকে উজিরপুরের গুঠিয়ার উদ্দেশে যাচ্ছিলো। কাশিপুর ইনফ্রা পলিটেকনিক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হিমেল-হিরক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে তিনজন গুরুতর আহত হয়। পরে পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশিক ও মীমকে মৃত ঘোষণা করেন। আহত ফারুককে হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন  জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST