ঢাকাবৃহস্পতিবার , ১১ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নদীতে তেলবাহী ট্যাংকারে আগুন-নিহত ২

খবর২৪ঘন্টা ডেস্ক
মে ১১, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে কীর্তনখোলা নদীর চাঁদমারী এলাকায় একটি তেল বহনকারী ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে।

এতে ট্যাংকারটির চারজন স্টাফ অগ্নিদগ্ধ হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদমারী এলাকায় কীর্তনখোলা নদীতে তেল বহনকারী ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় ও চারজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই চারজন স্টাফ এখন পর্যন্ত সুস্থ রয়েছে। ট্যাংকারটি থেকে স্বাধীন (২২) ও বাবুল কান্তি দাস (৬৫) নামের দুইজন স্টাফের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় ট্যাংক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ কালাম বলেন, বিকেল ৫ টার দিকে সমিতির অফিসে বসে কথা বলছিলাম। এমন সময়ে নদীর মধ্যে বিকট শব্দ শুনে দেখতে পাই ট্যাংকারটিতে বিস্ফোরণ হয়েছে। তাৎক্ষণিক নদী বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে জাহাজটি।

এ ব্যপারে বরিশাল নৌ-পুলিশ থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল জলিল জানান, তিনি ছুটিতে রয়েছেন। তবে তেল বহনকারী ট্যাংকারটি বরিশাল নৌ-পুলিশ সদস্য ও কোস্টগার্ড সদস্যরা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

বর্তমানে নৌ-পুলিশ সদস্য ও কোস্টগার্ড সদস্যদের হেফাজতে রয়েছে তেল বহনকারী ট্যাংকারটি।

বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।