1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বরিশালে কালবৈশাখী ঝড়ে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

বরিশালে কালবৈশাখী ঝড়ে নিহত ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বরিশালের মুলাদী উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে রাশিদা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় জেলার বিভিন্ন এলাকায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঝড়ের তাণ্ডবে শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে।

মুলাদী উপজেলায় মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কালবৈশাখী ঝড় আঘাত হানে। নিহত রাশিদা বেগম মুলাদী উপজেলার পশ্চিম বোয়ালিয়া গ্রামের জালাল মজুমদারের স্ত্রী।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে আকস্মিক ঝড়ে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া, চরমালিয়া গ্রাম এবং চরকালেখান ইউনিয়নের চরকালেখান, দক্ষিণ গাছুয়া গ্রামসহ বিভিন্ন এলাকার অর্ধশতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়।

ওই সময় পশ্চিম বোয়ালিয়া গ্রামের জালাল মজুমদারের স্ত্রী রাশিদা বেগম গোয়াল ঘরে গরু বাঁধার সময় গাছ ভেঙে চাপা পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ঝড়ের সময় গাছের ডাল ভেঙে বিভিন্ন এলাকার ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

সফিপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী জানান, ঝড়ে তার ইউনিয়নে এক গৃহবধূ নিহত হয়েছেন এবং ৩৫/৪০টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান হাজি মো. মোহসীন উদ্দীন খান জানান, ঝড়ে তার ইউনিয়নের ৮/১০টি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। আরও অনেক গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে।

নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসনাত জানান, ঝড়ে তার ইউনিয়নের রামারপোল ওফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চরআলিমাবাদ এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বানীমর্দন মাধ্যমিক বিদ্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ওই ইউনিয়নের অনেক কাচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

এদিকে, মঙ্গলবার দুপুরের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে গৌরনদী উপজেলায়। উপজেলার চাঁদশী ইউনিয়নে প্রায় বিশটি কাঁচাঘরের ওপর গাছ এবং গাছের ডালপালা ভেঙে পড়ে বসতঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া পানবরজেরও ব্যাপক ক্ষতি হয়। চাঁদশী এলাকায় পল্লীবিদ্যুতের একটি খুঁটি ভেঙে ও তারের ওপর গাছের ডালপালা ভেঙে পড়ে প্রায় ২৫টি বাড়ির বিদ্যুতের মিটার ভেঙে যায়।

বেলা ২টার দিকে শুরু হওয়া ঝড়ো বাতাসের স্থায়িত্ব ছিল মাত্র ১০ মিনিট। বাতাসের সঙ্গে প্রবল বর্ষণ হয়েছে। ঝড়ের সময় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর সাউদেরখালপাড় নামক এলাকায় যাত্রীবাহী মাহেন্দ্রের ওপর গাছের ডাল ভেঙে পড়ে ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST