ঢাকাবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামের হত্যা মামলার দন্ডপ্রাপ্ত আসামীর কারাগারে মৃত্যু

khobor
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

বড়াইগ্রাম প্রতিনিধিঃ

নাটােরের বড়াইগ্রামে হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নিজাম উদ্দিন (৪৮) রাজশাহী বিভাগীয় কারাগারে মারা গেছেন। মঙ্গলবার রাতে হৃদরােগ আক্রান্ত হয়ে তিনি মারা যান। নিহত নিজাম উদ্দিন উপজেলার দােগাছি গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মােল্লার ছেলে। তিনি ২০০৬ সালের গ্রাম্য সালিশে গুলি করে চায়না হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত ও ২০১৩ সালের ৪ অক্টােবর উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল বাশার হত্যা মামলার এজাহারভূক্ত ৬নং আসামী ছিলেন। নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন জানান, ২০১৭ সাল ‘আদালত’

গুলি করে চায়না হত্যা মামলার ২ নং আসামী নিজাম উদ্দিনের ফাঁসির দন্ডাদেশ দেয়। পরে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন তার স্বজনরা। সে সময় থেকে নিজাম উদ্দিন রাজশাহী বিভাগীয় কারাগারে আটক ছিলেন। মঙ্গলবার রাত তিনি সেখানে হৃদরােগে আক্রান্ত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, হৃদরাগ আক্রান্ত হয়ে নিজামউদ্দিন মারা গেছেন। বিকাল তিনটার দিকে পােষ্টমর্টম শেষে কারা কর্তৃপক্ষ নিহতের স্বজনদের কাছে তার লাশটি হস্তান্তর করেছে বলে জেনেছি।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।