ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পরিত্যক্ত স্থলমাইন ও গ্রেনেড উদ্ধার

অনলাইন ভার্সন
অক্টোবর ২৭, ২০১৯ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘি উপজেলায় পরিত্যক্ত ছয়টি স্থলমাইন ও তিনটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলার রামপুরা গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে এসব স্থলমাইন ও গ্রেনেড উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, গতকাল বিকালে রামপুর গ্রামের একটি কবরস্থানের পাশে শিশুরা খেলাধুলা করছিলো। একপর্যায়ে তারা সেখানে মাটি খুঁড়তে গিয়ে ধাতব কিছু বস্তু পায়। শিশুরা সেগুলো নিয়ে খেলা করছিল। এ সময় স্থানীয় লোকজন বোমাসদৃশ্য বস্তুগুলো দেখে থানায় খবর। খবর পেয়ে রাতে সেগুলো উদ্ধার করে থানা নিয়ে আসে পুলিশ।

উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে ছয়টি স্থলমাইন ও তিনটি হ্যান্ড গ্রেনেড রয়েছে। স্থলমাইনগুলোর গায়ে প্রস্তুতের সময়কাল ১৯৬৫ সাল লেখা রয়েছে।

ওসি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়কালে পাকিস্তানি হানাদার বাহিনী এসব হ্যান্ড গ্রেনেড ও স্থলমাইনগুলো ফেলে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

খবর২৪ঘণ্টা, এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।