সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ৭ মার্চ ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ফিলিং স্টেশনের ছাদ ধসে নিহত ২

R khan
মার্চ ৭, ২০১৮ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: পঞ্চগড় সদর উপজেলায় নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনের ছাদ ধসে দুইজন মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় আরও ছয়জনকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় সড়ক সংলগ্ন খানপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চগড় শহরের জালাসী এলাকার ইউসুফ আলীর ছেলে বাবু (৩৫) ও একই এলাকার আক্কাস আলীর ছেলে গোলাম মৌলা লিটন (৪৮)।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সুপার গিয়াস উদ্দিন  জানান, বুধবার বেলা দেড়টার দিকে পঞ্চগড় ফিলিং স্টেশন নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে। এদের মধ্যে একজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। অপর একজনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।