ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

পুলিশকে তথ্য দিন, সহযোগিতা নিন: রাজশাহী জেলা পুলিশ

omor faruk
এপ্রিল ৬, ২০২০ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে পুলিশকে তথ্য দেয়া ও পুলিশের সহযোগিতা নেয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বিপিএম-পিপিএম। আজ সোমবার দুপুরে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, আসুন করোনা প্রতিরোধে আমরা সামাজিক দূরত্ব নিশ্চিত করি, নিজে নিরাপদ থাকি, অন্যকে নিরাপদ রাখি। দেশ, সমাজ ও জাতির প্রতি দায়িত্ববোধ

থেকে সম্প্রতি সারাবিশ্বে মহামারি আকার ধারনকারী করোনা ভাইরাস প্রতিরোধে আন্তরিকতার সাথে সবাই সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মেনে চলুন। পাশাপাশি স্বাস্থ্যবিধি ও হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে মেনে চলুন। আতঙ্ক-গুজব নয়, করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজন সকলের সাবধানতা ও সচেতনতা । আসুন আমরা নিজেকে নিরাপদ রেখে সমাজের অন্যকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করি। প্রয়োজনে পুলিশকে তথ্য দিন, পুলিশের সহযোগিতা নিন।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।