পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদে বন্দুক নবায়নের সময় ফায়ার হয়ে আসিক ইকবাল(৪০) নামে একজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে। পরে তাকে পুঠিয়া উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অসিফ ইকবাল উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ বিহাড়ী পাড়ার গোলাম কিবরিয়ার ছেলে।
জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে থেকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে একজন এক্সক্লুসিভ ম্যাজিস্টেডের উপস্থিতিতে বার্ষিক বন্দুক সহ আগ্নেয়াস্ত্র নবায়নের কাজ চলছিল। পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা সার্টার গানটি এমপির ভাই নবায়নের জন্য উপজেলা সভাকক্ষে নিয়ে আসেন। সার্টার গানটি পরিক্ষা নিরীক্ষার সময় ফায়ার হয়ে যায়। সে সময় সার্টার গানের গুলি সভাকক্ষের মেঝেতে লাগে এবং গুলি ছিটকে গিয়ে কাছেই থাকা আসিফ ইকবাল পায়ে লেগার ফলে সে আহত হয়। সে সময় সার্টার গানের গুলির বিকট শব্দে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পরে।
পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঐ সার্টার গানটি থেকে লোড অবস্থায় আরো তিনটি গুলি বের করা হয়। এব্যাপারের পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহামুদ জানান, আমরা সচল অগ্নেয়াস্ত্র নবায়ন দিয়ে থাকি। সেজন্য আগ্নেয়াস্ত্রটি সচল আছে কিনা তার পরীক্ষা নিরীক্ষা করা সময় আগে থেকেই আগ্নেয়াস্ত্রের মধ্যে গুলি লোড থাকায় এ ঘটনাটি ঘটেছে।
খবর ২৪ঘণ্টা/ নই