ঢাকাবৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন

অনলাইন ভার্সন
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিব।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা নিবেদন করতে সবার জন্য খুলে দেয়া হয় স্মৃতিফলক।

শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলেন। পরে বিএনপি ও জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কারিগরদের চিহ্নিত করতে হবে। ঘটনা নিয়ে জনমনে যে বিভ্রান্তি আছে, সরকারকে তা দূর করতে হবে।

জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।