সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-কুষ্টিয়া সীমান্তে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪

অনলাইন ভার্সন
জুলাই ৭, ২০২০ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি:পাবনা-কুষ্টিয়া সীমান্তে পদ্মা নদীতে নৌকাডুবিতে ৪ জন কৃষি শ্রমিক
নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার কুমারখালি
উপজেলার চর-ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে পদ্মা নদীতে এ নৌকাডুবির
ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জামালপুর
গ্রামের জুয়েল (৩৫), জাকির (৩২), শরিফুল (৩৫) ও জুবায়ের (৩৩)।


ওই নৌকা ডুবি থেকে সাঁতরে পাড়ে উঠে আসা একজন মনসুর আলী জানান,
গো-খাদ্য উলুঘাস (কাশবন) কাটার জন্য জামালপুর গ্রামের তারা ১৩ জন কৃষক
পদ্মার চরে যাচ্ছিলেন। তারা সকাল সাড়ে ৯টার দিকে চর ঘোষপুর থেকে একটি
নৌকাযোগে পদ্মা পাড়ি দিচ্ছিলেন। মাঝপথে যাওয়ার পর প্রবল বাতাসে
নৌকাটি হঠাৎ ডুবে যায়।

মাঝিসহ তারা ৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি ৪ জন তীরে উঠতে পারেননি। তাদের ভাগ্যে কি ঘটেছে তারা বলতে পারছেন না।পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: সাইফুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নৌকার বহন ক্ষমতার চেয়ে বেশি লোক নৌকায় ওঠায় তা নদীর স্রোতে উল্টে যায়।

তিনি জানান, ঘটনা জানার পরপরই ফায়ার সার্ভিস পাবনার টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। তিনি জানান, তারা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেছে। পরে ভেড়ামারা থেকে ফায়ার সার্ভিস দল যোগ দেয়। সহকারী পরিচালক সাইফুজ্জামান আরো জানান, দুপুরের পর রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে।

পরে উদ্ধার অভিযান পুনরায় শুরু হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ছয়টা) কাউকে উদ্ধার করা যায়নি। এদিকে নদী তীরে নিখোঁজদের স্বজন ও উৎসুক জনতা ভীড় করেছেন।

খবর২৪ঘন্টা /এএইচআর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।