ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় চাউলের দাম বেশি নেওয়ায় লক্ষাধিক টাকা জরিমানা

khobor
মার্চ ২১, ২০২০ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

পাবনা ব্যুরো: পাবনায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে অভিযান চালানো হয়েছে।
শনিবার দুপুরে পাবনার বড় বাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় চারটি চাউলের দোকালে অভিযান চালিয়ে দাম বেশি রাখার অভিযোগে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ , স্থানীয় সরকার উপ-পরিচালক আফরোজা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাত হোসেনসহ অনেকে।
সদর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন জানান, পাইকেরী ব্যবসায়ীরা তাদের দোকালে মজুদকৃত চাউলের শতকরা ৮০ ভাগ চাউল শেষ হলে চাউল কিনতে পারবে। এবং একজন ক্রেতার কাছে সর্বচ্চ ৫০ কেজি, ছোট ব্যবসায়ীর কাছে ১’শ কেজি এবং বড় ব্যবসায়ীর কাছে ২’শ ৫০ কেজির বেশি চাউল বিক্রি করতে পারবে না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।