ঢাকামঙ্গলবার , ২২ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষ, নিহত ২৬

অনলাইন ভার্সন
জানুয়ারি ২২, ২০১৯ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা,  ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের হাব এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। সেখানকার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

ওই বাসটি ৪০ জনের বেশি যাত্রী নিয়ে করাচি থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পাঞ্জগুরে যাচ্ছিল।
সিনিয়র পুলিশ সুপার আগা রমজান আলি গণমাধ্যমে বলেন, হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়েছে।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, অতিরিক্ত গতির যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, হাব এলাকার বেলা ক্রসে এই দুর্ঘটনা ঘটেছে।

রমজান আলি বলেন, ওই সংঘর্ষে বাস ও তেল ট্যাংকারে আগুন ধরে যায়। তাই অধিকাংশ যাত্রীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

খবর ২৪ঘণ্টা/ জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।