ঢাকাসোমবার , ৩১ ডিসেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসেছেন বিএনপি

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৩১, ২০১৮ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসেছেন বিএনপির সবোচ্চ নীতিনিধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

সোমবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। সূত্র জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে সভাপতিত্ব করছেন।

বৈঠকে আরও উপস্থিত আছেন-লেফটেন্যান্ট জেনারেল (অব) মাহবুবুর রহমান, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বৈঠকের পরই একই জায়গায় হবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক।

এ বৈঠক শেষে নির্বাচনের ফল বিপর্যয়সহ পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

সন্ধ্যা ৬টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এ বৈঠক হবে।

বৈঠকে ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ড. জাফরুল্লাহ চৌধুরী, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না প্রমুখ উপস্থিত থাকবেন।

 

খবর২৪ঘণ্টা/জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।