ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

পবায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

khobor
অক্টোবর ১৬, ২০১৯ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবায় জব্দকৃত ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, মুশারী জাল ও সুতিজাল ধ্বংস করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদের মৎস্য অফিসের সামনে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়ানো হয়। জাল পুড়িয়ে ধ্বংসের সময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা পরিষদ ভাইস

চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এনামুল হক প্রমূখ। এর আগে অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। জব্দ করার পর সেগুলো উপজেলা পরিষদে নিয়ে এসে রাখা হয়। এরপরেই সেগুলো পুড়ানো হয়।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।