ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

নয়াপল্টনে আজও ছাত্রদলের বিক্ষুব্ধদের অবস্থান

অনলাইন ভার্সন
জুন ২৫, ২০১৯ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বয়সসীমা তুলে দিয়ে নিয়মিত কমিটির দাবিতে আজও আন্দোলন করছে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। বেলা সাড়ে সোয়া ১২ টার দিকে সহস্রাধিক নেতাকর্মীর একটি মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন। তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।

অন্যদিকে কার্যালয়ের ভেতরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহানগর বিএনপির কয়েকশ’ নেতাকর্মী অবস্থান করছেন। কার্যালয়ের আশপাশেও ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

এদিকে আন্দোলনকারীরা কার্যালয়ের সামনে আসার আগে কাউন্সিলের দাবিতে স্লোগান দিচ্ছিল নেতাকর্মীরা। তাদের ধাওয়া দিলে ছাত্রদল নেতারা দৌঁড়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।
ভেতরে প্রবেশের সময় কার্যালয়ের ওপর থেকে গ্লাসের খন্ড ফেলে কে বা কারা। এতে আন্দোলনরত ছাত্রদল নেতাদের কয়েকজন আহত হন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।