ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান

khobor
মার্চ ২৩, ২০২০ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীর ইসলাম, শেরপুর( বগুড়া) প্রতিনিধি: ভোক্তা অধিকার নিশ্চিত করণ এবং নিত্য প্রয়োজনীয় পন্যের দ্রব্যমূল্য যেন বৃদ্ধি করতে না পারে সেজন্য ২৩ মার্চ সকাল সাড়ে ৭টায় পৌর শহরের বারোদুয়ারী হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলম রানা।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তিনি বিভিন্ন দ্রব্যের মূল্য যাচাই করেন এবং অতিরিক্ত মূল্যে পণ্যসামগ্রী বিক্রি না করার জন্য দোকানীদের সতর্ক করেন। অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী শফিকুল নামে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা উপস্থিত লোকজনের উদ্দেশ্য বলেন, করোনা ইস্যুতে যারা দ্রব্যমূল্য বাড়াচ্ছেন, তারা দেশ ও জাতির শত্রæ। অহেতুক কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।