ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহতদের স্মরণে ‘মার্চ ফর লাভ’

অনলাইন ভার্সন
মার্চ ২৩, ২০১৯ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক:নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ভালোবাসার পদযাত্রা ‘মার্চ ফর লাভ’ পালন করেছে দেশটির জনগণ।

শনিবার সকালে ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদের পার্শ্ববর্তী নর্থ হ্যাগলে পার্কে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। “দে আর আস অ্যান্ড উই স্ট্যান্ড টুগেদার’ লিখা সম্বলিত ব্যানারে ওই পদযাত্রায় অংশ নেন হাজার হাজার নারী-পুরুষ। অংশ নেয় ক্ষুদে শিশুরাও। এমনকি অনেকে

শিশু বাচ্চাকে ট্রলিতে করে নিয়েও যোগ দেন এই ‘মার্চ ফর লাভ’ কর্মসূচিতে। কর্মসূচিতে অনেকের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও নিহতদের বাঁধাই করা ছবি। প্ল্যাকার্ডে নিহতদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়। অনেক শিশু ও নারী-পুরুষের হাতে ছিল ফুল ও ফুলের তোড়া।

পদযাত্রাকে ঘিরে ব্যাপক নিরাপত্তাও লক্ষ্য করা গেছে। পদযাত্রার সামনে ও পেছনে ছিল বহু সংখ্যক নিরাপত্তাকর্মী।

উল্লেখ্য, গত ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময়  নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে মসজিদে ব্রেনটন ট্যারেন্ট নামের এক অস্ট্রেলিয়ান বন্ধুকধারী নির্বিচারে গুলি করে ৫০ মুসল্লিকে হত্যা করে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও ৪২ জন।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।