ঢাকাবুধবার , ২৭ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ৩ থানায় অক্সিজেন ও অক্সিমিটার হস্তান্তর

khobor
মে ২৭, ২০২০ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের জুরুরী স্বাস্থ্য সেবার লক্ষে নাটোর পুলিশ লাইনে অক্সিজেন এবং অক্সিমিটার ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পুলিশ লাইনসের ডিলশিডে এই প্রশিক্ষণ কর্মশালা সার্কেল
এসপি, প্রতিটি থানার ও ফাঁড়ির প্রতিনিধি, পুলিশ লাইনের মেডিকেল টিম অংশ
গ্রহণ করে।

প্রশিক্ষণে নেবুলাইজার মেশিন, সাকশান, ট্রান্সমিশন সেট সহ অক্সসিজেন সিলিন্ডার ও পালস-অক্সিমিটার কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন নাটোর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবুর রহমান, সদর হাসপাতালের অজ্ঞান চিকিৎসক ডাঃ মাহাবুব হোসেন
এবং ডা রাজেশ কুমার। এসময় পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে পুলিশ সুপার বড়াইগ্রাম ও লালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ এবং সিংড়া থানার ওসি তদন্ত সেলিম হোসেনের কাছে অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার হস্তান্তর করেন।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।