ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে মানুষের জন্য ফাউন্ডেশনের পিপিই প্রদান

khobor
এপ্রিল ৭, ২০২০ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা পরিবার পরিকল্পনা ক্লিনিকের ডাক্টার , সহকারী ডাক্টার ও সেবিকাদের ” মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” এক স্চ্ছোসেবী সংগঠনের পক্ষ থেকে পিপিই প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিংড়া উপজেলা চলনবিল এলাকার প্রাত্যান্ত অঞ্চলের অসহায় হত-দরিদ্র মানুষের পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ক্লিনিকের সেবায় ডাক্টার , স্বাস্থ্য সেবিদের কাজের সুবিধার্থে এই নিরাপত্তা পোশাক (পিপিই) প্রদান করা হয়। সিংড়া উপজেলার শাকিয়া হায়দার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার(UFPO) এর পক্ষে ১৫ পিস নিরাপত্তা পোশাক (পিপিই) গ্রহন করেন মোঃ মাসুদ পারভেজ (UFPA) ও নাজনীন আক্তার (FWV) । ঢাকা বুয়েটের সাবেক ছাত্র ও ডিআইজি রাজনৈতিক (এস বি) শাখার এ জেড এম নাফিউল ইসলাম এর পক্ষ থেকে এসব নিরাপত্তা পোশাক তুলেদেন সিংড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানজিল সরদার, হাতিয়ান্দহ ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ রেন্টু প্রমুখ। এ পর্যন্ত ১৬৫ পিস নিরাপত্তা পোশাক (পিপিই) নাটোর অধুনিক সদর হাসপাতাল , বাগাতিপাড়া উপজেলা স্বস্থ্যকমপ্লেক্স ,লালপুর উপজেলা স্বস্থ্যকমপ্লেক্স ও সিংড়া উপজেলা স্বস্থ্যকমপ্লেক্স সহ বিভিন্ন স্বস্থ্যকমপ্লেক্স ডাক্টার , সহকারী ডাক্টার , নার্স ,সেবিকাদের মাঝে প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধর কাজের সুবিধার্থে এই নিরাপত্তা পোশাক (পিপিই) মানুষ মানুষের জন্য এই ফাউন্ডিশনের নিজেস্ব অর্থে পিপিই তুলে দেওয়া হয়।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।