ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ভেজাল গুড় তৈরি করায় ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমনা

অনলাইন ভার্সন
অক্টোবর ২০, ২০১৯ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষিণ করায় ১ গুড় ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমনা করছে র‌্যাব। লালপুর উপজেলার বিকেলে বালিতিতা ইসলামপুর এলাকার পিতা-মোঃ আজবার আলী মোঃ মিজানুর রহমান (২২)কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার অপরাধে লালপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (ভূমি) সাদিয়া আফরিন ৫০ হাজার টাকা জরিমনা করেন।

র‌্যাব-৫, রাজশাহীর (সিপিসি-২) নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মোঃ রাজিবুল আহসান জানান, নাটোরের লালপুর যৌথ নেতৃত্বে বালিতিতা ইসলামপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার অপরাধে বালিতিতা ইসলামপুর মন্ডল পাড়া পিতা-মোঃ আজবার আলী ছেলে মোঃ মিজানুর রহমান (২২) কে ভ্রাম্যমান আদালত কর্তৃক নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা সহ (ক) ভেজাল গুড়-৩০০০ (তিন হাজার) কেজি, (খ) চুন-০২ (দুই) কেজি, (গ) ফিটকারী-০২ (দুই) কেজি, (ঘ) ডালডা-০৩ (তিন) কেজি, (ঙ) হাইড্রোজ-০২ (দুই) কেজি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে উদ্ধার ও জব্দকৃত আলামত সমূহ ধ্বংস করা হয়েছে ।

খবর ২৪ঘণ্টা/ জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।