ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে ভিক্ষুক পুর্ণবাসন ও গৃহহীনদের গৃহ প্রদান

khobor
মার্চ ১৭, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় সারা দেশের ন্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বাগাতিপাড়া জিমনিসিয়াম হল রুমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ফিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ, ভিক্ষুক পুর্ণবাসন ও গৃহহীনদের ২৫ টি গৃহ প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিাংকা দেবী পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমাার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন, কৃষি অফিসার মোমরেজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রতন কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী, নাটোর জেলা আওয়ামী লীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, মহিলা বিষয়ক অফিসার হাবিবা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা প্রমূখ।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ফিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সনদ পত্র বিতরণ, ভিক্ষুক পুর্ণবাসনে দুইটি ছাগল, ছয়টি সেলাই মেশিন, তিনটি মুদি দোকান ও দুইটি চা দোকান, একটি খাবারের দোকা, পাঁচটি চার্জার চালিত ভ্যান, অর্ধশত হাঁস-মুরগি, একটি শাঁখা তৈরির মেশিন এবং গৃহহীনদের ২৫ টি গৃহ প্রদান করা হয়।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।