সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে গৃহবধুর মৃত্যু: গ্রাম লকডাউন ঘোষণা

khobor
এপ্রিল ৯, ২০২০ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: করোনা উপসর্গ নিয়ে নটোরের সিংড়া উপজেলার কুড়ি পাকুড়িয়া গ্রামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই পুরো গ্রামকে লকডাউন ঘোষণা করেছে সিংড়া উপজেলার নির্বাহী অফিসার নাসরিন বানু।
ইউএনও জানান, সম্প্রতি শ্বাস কস্ট, জ্বর সর্দি নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই গৃহবধুকে। সেখান থেকে তাকে মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে আজ দুপুরে তার মৃত্যু হয়। বিষষটি জানার পর মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
ইউএনও আরও জানান,সর্বাক্ত সতর্কতার সহিত মৃত ব্যক্তির লাশ দাফন করা হচ্ছে। নমুনা রিপোর্টা আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিক ভাবে পুরো গ্রামকে লকডাউন ঘোষনা করা হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।