ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ইট ভাটা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

khobor
এপ্রিল ৯, ২০২০ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোরে সন্ত্রাসী কায়দায় ইট ভাটা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ ভাটা মালিক।এ ঘটনায় থানায় অভিযোগ করেও কোন সুফল পাননি তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনাইটেড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভাটা মালিক আব্দুল আজিজ অভিযোগ করেন,নাটোর সদর উপজেলার তেলকুপি নুরানীপাড়ায় ইট ভাটা তৈরী করে প্রায় ২০ বছর ধরে ব্যবসা করে আসছেন তিনি। সম্প্রতি যুবলীগ নেতা জামিল হোসেন মিলন নামে এলাকার চিহ্নিত সন্ত্রাসী তার ভাটা থেকে ১৩ লাখ টাকার ইট জোর করে তুলে নিয়ে যায়। দাম চাইলে উল্টো ৭ লাখ টাকা চাঁদা দাবি করে।চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার সশস্ত্র অবস্থায় ভাটায় হানা দিয়ে মালিক ও শ্রমিক-কর্মচারিদের বের করে দিয়ে ভাটাটি দখল করে নেয়।ভাটা মালিক আব্দুল আজিজ জানান, তিনি থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি।
এ বিষয়ে নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এটি একটি ব্যবসায়ি বিরোধ। উভয় পক্ষকে মিমাংসার জন্য ডাকা হয়েছে।  

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।