ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের সিংড়ায় ত্রাণের চালসহ ইউপি সদস্য আটক

khobor
এপ্রিল ৭, ২০২০ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় সুকাশ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ্ সদস্যসহ ৩ জনকে ত্রাণের ১৩ বস্তা চাল চুরির অভিযোগে  আটক করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।  এসময় সুকাশ ইউপির ৬নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ্, চাল ব্যবসায়ী গোলাম ও চালের ডিলার লেবুকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে চাল ব্যবসায়ী গোলাম চাল কিনে যাওয়ার পথে বোয়ালিয়া এলাকায় ৮ বস্তা চালসহ স্থানীয়রা আটক করে। পরে তারা প্রশাসনকে বিষয়টি জানায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে বোয়ালিয়া ক্লাব থেকে আরো ৫ বস্তা চাল উদ্ধার করা হয় এবং ইউপি সদস্য শাহিন শাহ্ ও ডিলার লেবুকেও আটক করা হয়। এসময় সর্বমোট ১৩ বস্তা চাল জব্দ করা হয়। পরে তাঁদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।