ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের লালপুরে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ ২

অনলাইন ভার্সন
অক্টোবর ১৯, ২০১৯ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মার চরে কাসবন কাটতে গিয়ে নদীর পাড় ভেঙ্গে নদীতে পড়ে দুই জন নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটলেও সন্ধ্যার পর নিখোঁজের বিষয়টি সত্যতা নিশ্চিত করা হয়। শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে ডুবুরী দল। নিখোঁজ ব্যক্তিরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারার রাইটা গ্রামের মধু প্রামানিকের ছেলে ডাবলু প্রামানিক ও লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মল্লিক চাঁনের ছেলে মুজিবুর রহমান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, শুক্রবার দুপুরে ২০ জন শ্রমিকের একটি দল লালপুরের পদ্মার চর বাহাদীপুরে কাঁশবন কাটতে যায়। এসময় নদীর পাড় ভেঙ্গে শ্রমিকরা নদীতে পড়ে যায়। পরে সেখান থেকে ১৮ জন শ্রমিক তীড়ে উঠে আসতে সক্ষম হয়। কিন্তু দুইজন শ্রমিক তীড়ে উঠতে ব্যর্থ হয়। ঘটনাটি বিকেলে জানাজানি হলে লালপুর ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌঁছান। এসময় তারা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান না পেয়ে রাজশাহীর ডুবুরী দলকে সংবাদ দেয়। পরে রাতে রাজশাহী থেকে ডুবুরী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছে অন্ধকার ও নদীতে প্রচন্ড শ্রোত থাকায় তারা উদ্ধার অভিযান করতে পারেনি। শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে ডুবুরী দল। সন্ধ্যা পর্যন্ত কাউকে খুজে পাওয়া যায়নি  ।

খবর ২৪ঘণ্টা/ জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।