সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় দস্যুদের হামলায় ৪৭জন নিহত

bulbul ob
এপ্রিল ২০, ২০২০ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্তদের দেয়া ত্রাণ ডাকাতির সময় দস্যুদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন। গত শুক্রবার মধ্যরাতে উত্তরপশ্চিমাঞ্চলীয় কাতসিনা রাজ্যে বর্বরোচিত এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রোববার এক বিবৃতিতে কাতসিনা পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে কয়েক ঘণ্টা ধরে একাধিক গ্রামে তাণ্ডব চালায় তিন শতাধিক সশস্ত্র দস্যু।

 সংবাদ সংস্থার তথ্যানুযায়ী, ওই এলাকায় বিপুলসংখ্যক নাইজেরিয়ান পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী, গোয়েন্দাসহ বিশেষ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দস্যুদের খুঁজতে জঙ্গলে চিরুনি অভিযান চালানো হচ্ছে।

জানা গেছে, দস্যুরা গ্রামবাসীর কাছে খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী দাবি করেছিল।

নাইজেরিয়ার এ অঞ্চলটিতে গত এক বছরে সন্ত্রাসী দলগুলোর হামলা, ডাকাতি, অপহরণে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলা ঠেকাতেই হিমশিম খাচ্ছে।

খবর২৪ঘন্টা/বিআ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।